Post
Topic
Board Other languages/locations
Merits 3 from 2 users
Re: বাংলা (Bengali)
by
AirtelBuzz
on 23/01/2024, 12:04:04 UTC
⭐ Merited by Xal0lex (2) ,Negotiation (1)
বিটকয়েনের চতুর্থতম হালভিং এর আর মাত্র ৮৬ দিন আছে। হালভিং এর পরে সাধারণত বুলরান হয় এজন্য আমরা হয়তো ২০২৫ সাল কিংবা ২০২৪ সালের শেষের দিকে বুলরান পেতে পারি। আমার জানা মতে, হালভিং এর পরে বিটকয়েনের দাম বাড়তে থাকে। সেজন্য এখনই বিটকয়েন কেনার সুবর্ণ সুযোগ। কে কে এখন বিটকয়েন কিনবেন? কিনলে কতটুকু কিনবেন?
যার যতটুকু বিটকয়েন কেনার সামর্থ্য আছে সে ততটুকু বিটকয়েনি ক্রয় করবে। তাছাড়া আজকে দেখলাম বিটকয়েন এর দাম অনেক কমে গেছে বিটকয়েন এখন ৩৮ হাজার ডলারে এসেছে এখন হয়তো এই সুযোগে অনেকেই বেশি পরিমাণে বিটকয়েন ক্রয় করে রাখবে। আবার অনেকে আছে যারা ডিসিএ পদ্ধতিতে বিটকয়েনে বিনিয়োগ করে।