বাঙালি কি কখনো শুধরাবে না?
শুধরাবে না আর ভাই।
আমাকে এক বাঙালি ভাই ৮০ ডলার স্ক্যাম করলো। বাঙালি বলেই কম পেমেন্টে বাউন্টি টপিক পোস্ট করেছিলাম আর বিশ্বাস করেছিলাম। অর্ধেক পেমেন্ট করে বাকিটা আর পে করে নাই। চিন্তা করেন কেমন ছোটলোক।
ভাই সব জায়গায় কি শুধু বাঙালিরাই আকাম-কুকাম কইরা বেড়ায়। ৮০ ডলারের লোভ সামলাতে পারে নাই তাহলে সে কতটা ছোট মনের মানুষ হলে এই কাজটা করেছে।

যদি আরো বেশি ডলার হতো তাহলে হয়তো সে আপনাকে অর্ধেক পেমেন্টও করতো না সবগুলাই স্কাম কইরা নিত।