এরা কেমনে শুধরাবে ভাই, এরা কোনো সাইট থেকে যদি প্রথমেই কিছু টাকা ইনকাম করে ফেলে তো সে সাইট এ যুকে পড়ে আর ভাবে বেশি ইনভেষ্ট করলে বুঝি বেশি পাবো। কিছুদিন আগে ট্রোন লিংক থেকে একটা অটো মাইনিং আসছিলো যেখানে USDT ব্যালেন্স এ রাখলেই ২৪ ঘন্টা পর পর তার ব্যালেন্স এর উপর প্রফিট দেওয়া হতো। তখন আমিও কিছু রেখেছিলাম তবে আমি বেশি লোভ না করে আমার ডলার শরিয়ে ফেলেছিলাম পড়ে কি কপাল আমার তার পরের দিনই শুনি সবার মূল ব্যালেন্স এর টাকা উধাও, অনেকে তো বাড়ির গরু বিক্রি করেও ইনভেষ্ট করেছিলো এতটাই অন্ধ বিশ্বাস করে ফেলে এরা যে বাড়ির মূলধন বিক্রি করতেও দ্বিধা বোধ করে না।
আসলে ভাই এদের বলে লাভ নাই আমরা আসলে বেশি চালাক। আর অতি চালাকের গলায় ধরি পরবেই।