বাঙালি কি কখনো শুধরাবে না?
শুধরাবে না আর ভাই।
আমাকে এক বাঙালি ভাই ৮০ ডলার স্ক্যাম করলো। বাঙালি বলেই কম পেমেন্টে বাউন্টি টপিক পোস্ট করেছিলাম আর বিশ্বাস করেছিলাম। অর্ধেক পেমেন্ট করে বাকিটা আর পে করে নাই। চিন্তা করেন কেমন ছোটলোক।
এরকম আরো অনেক ঘটনা আছে ভাই, বাঙালি শুধু স্ক্যাম না ভাই সব জায়গাতে চিকন বুদ্ধি প্রয়োগ করে তার কারণ বাঙালি চায় সব সময় বসে থেকে এবং খুব আরামে কোন কাজগুলো করা যায়, হতে পারে সেটা স্ক্যাম অথবা আরো অন্যান্য কিছু, মানে এরা কষ্ট করে একটু কাজ করবে বা টাকা নিবে এটা চায় না। বাংলাদেশের প্রেক্ষাপটে গত এক দেড় বছর ধরে বা দুই বছরের বেশি হতে পারে ইস্কাম বা প্রতারণা এটা একটা সাধারন ব্যাপার হয়ে দাঁড়াইছে। যার যেমন খুশি সে তেমনভাবে করতেছে এবং একটা ঘটনা ঘটার পরে প্রশাসন বলতেছে যেটা উচিত হয়নি বা এটা করা উচিত হয়নি। এখানে যেমন সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য সাধারণ মানুষ নিজেরাই দায়ী, অতিরিক্ত লোভের কারণে সহজ মনে করে ইনভেস্ট করে অন্যদিকে প্রশাসনে অনেক ক্ষেত্রে চুপচাপ থাকে, সব ক্ষেত্রে না তবে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই চুপচাপ থাকে যে কারণে সাধারণ মানুষ গুলো বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়।