এইসব বোকার দলের খালি টাকাপয়সা না বিচি সহ নিয়া যায়না কেনো স্কামাররা। এগুলা কোন ধরনের বলদ যে বারবার যেখানে এরকম ঘটনা ঘটতেছে সেখানে কিভাবে কত টাকা বিনিয়োগ করতে পারে। আপনার লিংক থেকে ভিডিও দেখলাম একজন কেদে কেদে বলতেছে যে তার সারা জীবনের যত সঞ্চয় ছিল সব নিয়ে গেছে ভাই সত্য বলতে ওই জায়গার সাংবাদিক যদি আমি হতাম তাহলে আমি তারে জিগাইতাম যে ভাই আপনার বিচি রেখে গেলো কেনো। বাংগালী লোভে পইড়া বারবার একই ভূল করবো আর টাকা হারানোর পর ক্যামেরার সামনে যাইয়া কাদনো নয়লে সোসিয়াল মিডিয়াতে নানান কাহিনি পোস্ট করবো। আমার কথা হলো আমি যদি কাজ করি তাহলে বিনিয়োগ করবো কেনো আর যদি কাজ না করেই কোনো এপস থিকা এতো টাকা দেয় ইনভেস্ট করলেই তাহলে তারা এতো টাকা কেমনে ম্যানেজ করবো। যেখানে ব্যাংক দেয় ৫ থেকে সর্বোচ্চ ১২% পর্যন্ত মুনাফা সেখানে তাদের অফার হিসেবে আসবে ১০০%+ মুনাফা বছরে। আরে ভাই তাগো কাছে কি টাকা ছাপার মেশিন আছে যে আপনারা অল্প কিছু বিনিয়োগ করলে শুধু টাকা আসতেই থাকবে৷ বাংগালী এইটা বোঝে না।
বাঙালি কি কখনো শুধরাবে না?
শুধরাবে না আর ভাই।
আমাকে এক বাঙালি ভাই ৮০ ডলার স্ক্যাম করলো। বাঙালি বলেই কম পেমেন্টে বাউন্টি টপিক পোস্ট করেছিলাম আর বিশ্বাস করেছিলাম। অর্ধেক পেমেন্ট করে বাকিটা আর পে করে নাই। চিন্তা করেন কেমন ছোটলোক।
সেইটা কি তার নিজের প্রজেক্ট ছিলো নাকি ৩র্ড পার্টি হিসেবে কাজ করছে আপনার সাথে কমিশনের জন্য। যদি তার প্রজেক্ট হয় তাহলে বাংগালী কোনো প্রজেক্ট নেওয়াই আপনার ভূল হইছে আর আপনি স্কাম হিসেবে রিপোর্ট করেন সেই প্রজেক্টের বিরুদ্ধে। আর যদি ৩র্ড পার্টি হিসেবে কাজ করে থাকে তাহলে এই ভুল থিকা মনে করেন আপনার একটা শিক্ষা হলো। ৮০ ডলার কোনো ব্যাপার না। একটা নতুন কিছু শিখলেন যে বাংগালী কারো সাথে কিছু করলে নগদ টাকা বুইঝা পাইয়া তারপর করবেন৷ আর বিশেষ করে ফোরামে যদি ভালো পজিশনে কোনো একাউন্ট না থাকে এমন লোকদের সাথে এমন বাকি লেনদেন করবেন না।