উচিৎ শিক্ষা হইছে ভাই। এই সুদানির ফুয়া গুলা জীবনেও ঠিক হবে না। পাবলিক এটা কেনো বুঝে না দুনিয়ায় কেউ কাউকে মাগনা কিছুই দিয়ে দেয় না। যখন কেউ অফার করে যে আপনাকে তারা ১ লাখ টাকার বিপরীতে মাসে ১১ হাজার টাকা দিবে, তখন আপনাকে দেখতে হবে সেই টাকাটা আসবে কোথা থেকে। দুনিয়ায় এমন কোনো লিগ্যাল হালাল যায়গা নাই যারা শুধুমাত্র টাকার বিপরীতে আপনাকে মাসে এতো টাকা প্রফিট দিবে। বিভিন্ন ব্যাংক গুলো আমানতের ওপর সুদ দিয়ে থাকে এবং সেটার হার ৭ শতাংশ এর বেশি না এবং সেটাও বাৎসরিক। মানে আপনি ১ লক্ষ টাকা ইনভেস্ট করলে বছরে ৭ হাজার টাকা প্রফিট আসবে। সেখানে অনলাইন প্ল্যাটফর্ম তাদের গ্রাহকদের মাসে ১১ পারসেন্ট প্রফিট দিবে, তাদের টাকা আসবে কই থেকে? ব্যাংক নাহয় গ্রাহকদের লোন দিয়ে টাকা ইনকাম করে, কিন্তু যেসব কোম্পানি এই অফার করে, তাদের মেইন ইনকাম কি? এই সুদানীর ফুয়ারা আরো হেডা মারা খাক। মাঝে মাঝে নিজেকে ধরে রাখা যায় না। খারাপ ভাষা ব্যাবহার করার জন্য সরি!