Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Elissa~sH
on 31/01/2024, 20:13:49 UTC
বাঙালি কি কখনো শুধরাবে না?
শুধরাবে না আর ভাই।
আমাকে এক বাঙালি ভাই ৮০ ডলার স্ক্যাম করলো। বাঙালি বলেই কম পেমেন্টে বাউন্টি টপিক পোস্ট করেছিলাম আর বিশ্বাস করেছিলাম। অর্ধেক পেমেন্ট করে বাকিটা আর পে করে নাই। চিন্তা করেন কেমন ছোটলোক।
ভাই আপনার কথার সাথে আমি একমত পোষণ করলাম কারন ভাই বাঙালিরা আসলেই নিচু মানের কাজ করে যা বলার বাহিরে ভাই। এরা ৫-২০হাজার টাকাকে খুব বেশি টাকা মনে করে। মনে করে এই ৫-১০হাজার মেরে খেয়ে খুব বড় হয়ে যাবে এদের চিন্তা ভাবনা এমন ছোট মানের।

আমার জানা মতে আমি কখনো কারো টাকা পয়সা মেরে খাইনি ভাই কিন্তু আপনার মতো আমিও ২০২৩ সালের আগস্ট মাসে ৬০$ লস খাই। মানে হচ্ছে আমি লিনোডি পোরটাল বাই করে RDP বানিয়ে বানিয়ে সেল করতাম। আমার একটা ক্লায়েন্ট ছিলো বাংলাদেশি সে আমার কাছ থেকে RDP নিতো। কিন্তু একদিন সে আমার কাছ থেকে ২১টা RDP নিয়ে আর পে করে নি। আমি $ চাইছি বলে আমাকেই উল্টো ব্লক মেরে দিয়েছিলো। এই রকম অনেক আছে ভাই। SEO টুলস Semrush বিক্রি করতে গিয়েও অনেক ধোকা খেয়েছি ভাই। যেসব ধোকা খেয়েছি সেগুলো বেশির ভাগ বাঙালি ছিলো। বাঙালিদের মাইন্ড সেটাপটাই একদম নিম্ন মানের ভাই যা বলে শেষ করা যাবে না।