জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৪
জানুয়ারি মাসের একটিভিটি এর জন্য আলাদা করে কোন কিছু বলার নেই কারণ বিগত মাসের পারফরমেন্স বিবেচনা করলে এ মাসে পোস্ট এক্টিভিটি এবং মেরিট আর্নিং অনেকটাই কম, তবে গত ডিসেম্বর মাসের থেকে চারটা পোস্ট এক্টিভিটি কম হলেও মেরিট এই জানুয়ারিতে ডিসেম্বরের চেয়ে প্রায় দ্বিগুণ হয়েছে।
যদিও গত বছরের তুলনায় এ বছরের স্টারটিংটা ভালো কারণ গত বছর জানুয়ারি মাসে পোস্ট একটিভিটি হয়েছিল মাত্র ১৩৭ টি এবং মেরিট ট্রানজেকশন হয়েছিল মাত্র ৩০ টি। সে হিসেবে ধরতে গেলে গত বছরের স্টারটিং এর তুলনায় এ বছরের স্টারটিংটা তুলনামূলক ভালো। তবে রিসেন্ট মাসগুলোর এক্টিভিটি তুলনায় পারফরম্যান্স কিন্তু ডাউনফলে চলে যাচ্ছে।
আশা করি আমরা খুব শীঘ্রই আবার সামনের মাসগুলোতে পোস্ট একটিভিটি এবং মেরিট ট্রানজেকশন এর অ্যামাউন্ট গুলো আবার উপরের দিকে নিয়ে যেতে পারবো।

জানুয়ারি মাসের টোটাল পোস্ট হয়েছে = 234টি
এবং মেরিট ট্রানজেকশন হয়েছে = 100টি
ডিসেম্বর মাসের টোটাল পোস্ট হয়েছে = 238টি
এবং মেরিট ট্রানজেকশন হয়েছে = 58টিপ্রথম দশজন পোস্টদাতা
1. AirtelBuzz [25]
2. Learn Bitcoin [23]
3. Bd officer [19]
4. DYING_S0UL [19]
5. Negotiation [19]
6. Shishir99 [15]
7. 2Pizza410000BTC [13]
8. Crypto Library [13]
9. synchronym [10]
10. BTC_pokaop [8]
২০২৩ সালের অ্যাক্টিভিটি
এনাদের ক্রেডিট না দিলেই নয়
Ninjastic.Space -> TryNinja
Merit Dashboard -> DdmrDdmr