Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
AirtelBuzz
on 03/02/2024, 13:34:54 UTC
হেই আমার প্রিয় ভাইয়েরা আপনারা কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের কাছ থেকে আরো একটা জিনিসের তথ্য মতামত শোনার জন্য আসলাম। আসলে আমি বাউন্টি দেখলাম এবং এটা নিয়ে একটু রিচার্জ করার চেষ্টা করলাম সেখান থেকে কিছু কথা জনার জন্য আপনাদের মাঝে আসা।
বাউন্টি অনেকে চালাচ্ছে কিন্তু এদের কাইটেরিয়া অনুযায়ী যেটা দেখতে পেলাম সেটা হলো যারা বাউন্টি করে তাদের কোন গ্যারান্টি নাই যে তারা তাদের কষ্টের ফল পাবে কিনা। কয়েকজনের বাউন্টি দেখলাম এরা মোটামুটি ভালোই হান্টার্সদের পারিশ্রমিক দেয় কিন্তু আমি যারা হান্টার্সদের পারিশ্রমিক দেয় না তারা কিন্তু কাজটা ঠিক করে না। হান্টার্স ভাই মাসের পর মাস কষ্ট করে কাজ করে দেখলাম কিন্তু কোন সিওর নাই পেমেন্ট পাবে কিনা। আমার জানতে চাওয়া মন বলে এখানে যারা বাউন্টি চালায় তারা যে কাজ গুলো এগুলার জন্য কি কোন পদক্ষেপ নেওয়া যায় না বা যাবে না? আবার আনেকে পেমেন্ট মেরে দেয় এগুলো খুব খারাপ কাজ করে। আমি একজন নতুন হয়ে এই প্রশ্নগুলো ঘুরপাক খেলো তাই বললাম আর কি। আপনাদের ওপিনিওয়নটা বলবেন ভাইয়েরা।
একটা সময় ছিল যখন বাউনটির স্বর্ণযুগ ছিল তবে এখন আর সেটা নাই। একটা সময় অনেকে বাউটি কইরা অনেক ডলার কামাই তো এখন হয়তো এমবি কেনার খরচ ও ওঠে না অনেকের বাউনটি কইরা। আপনার যদি বাউনটিতে কাজ করার একান্ত ইচ্ছাই থাকে তাহলে রেপুটেড কিছু ম্যানেজার আছে যাদের বাউনটি ক্যাম্পেইনে সামান্য হলেও পেমেন্ট প্রদান করে সেগুলোতে জয়েন কইরা কাজ করতে পারবেন।
Quote
আবার আনেকে পেমেন্ট মেরে দেয় এগুলো খুব খারাপ কাজ করে
এরা তো ছোট মনের মানুষ যার জন্য হান্টার্সদের পেমেন্ট আত্মসাৎ করে। এদের মধ্যে দেখবেন যারাই প্রতারক তারা ছোট রেঙ্কদাড়ি অর্থাৎ জুনিয়র মেম্বার এমনকি নিউবি থেকেও অনেকেই ক্যাম্পেইন পরিচালনা করে যাদের উদ্দেশ্য পেমেন্ট আত্মসাৎ করা।