অফ টপিক পোস্ট দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমার মনে হয় না আমাদের এইসব আলোচনা করা উচিত। ক্রিপ্টোকারেন্সি নিয়ে আলোচনা হয় না বললেই চলে। কি প্রয়োজন এইসব হাবিজাবি পোস্ট এইখানে করার?
আচ্ছা ভাই আপনার সেই ১০০ ডলার কে ১.৬ মিলিয়ন ডলারে পরিনত করা মিশ এর আপডেট কী? প্রথম ধাপ কি কমপ্লিট করা হয়েছে? আজকে কুকয়েনে ENJ এর মার্কেট দেখলাম ডিসেম্বরে অনেক পাম্প করেছিলো, আমি যা দেখলাম ভুল না হলে $০.৪৩ উঠেছিল। আচ্ছা ভাই তখক কী আপনি সেল করেছিলেন? আপনি মনে হয় $০.৪৬ এ সেল করার কথা বলেছিলেন। আচ্ছা এর পরবর্তী কোন কয়েন কিনবেন?