আপনারা যারা ফোরামে একাউন্ট করার জন্য ডামি ইমেইল ব্যাবহার করেছেন, আপনাদের ইমেল দ্রুত পরিবর্তন করা জরুরী। আজকে মেটা বোর্ড এ দেখলাম একজন ইউজারের ইমেইল অটোমেটিক চেঞ্জ হয়ে গিয়েছে। উনি ভেবেছিলো ওনার একাউন্ট হ্যাক হয়ে গিয়েছে। কিন্তু এডমিন তার পোস্ট এ কমেন্ট করে জানিয়েছে যে রিসেন্টলি ফোরাম এটা করা শুরু করেছে। সাধারনত আপনাকে যখন কেউ প্রাইভেট মেসেজ সেন্ড করে, আপনার ফোরামে দেয়া ইমেইল এড্রেস এ ইমেইল যায় ফোরাম থেকে। কোনো কারনে যদি আপনার ইমেইলে ইমেইল সেন্ড না হয়, তাহলে আপনার একাউন্ট এর ইমেইল এড্রেস অটোমেটিক ভাবে চেঞ্জ হয়ে যাবে। এর কারণ হিসেবে এডমিন বলেছেন যে যদি অন্য কেউ আপনার ডামি ইমেইল এর মতোই একটা ইমেইল রেজিস্টার করে, ষে চাইলে আপনার একাউন্ট হ্যাক করতে পারবে। যেমন সাতোসির একাউন্ট হ্যাক হয়েছিলো একই কারনে।
This is something we recently started doing. If email sent to your email address bounces with an error message like, "This email address doesn't exist", then your email may eventually be changed to u...@bounces.invalid. (It's not possible for users to change their email address to something ending in .invalid, so this can only be an administrative change.) Because your old email didn't exist, somebody could've registered your non-existent email address and used that to steal your account.
I didn't particularly intend for the trust warning to appear for these automatic changes, but it's a niche situation and a bit difficult to fix, so I probably won't fix this unless several other people complain. It only lasts 30 days, after all.