অফ টপিক পোস্ট দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমার মনে হয় না আমাদের এইসব আলোচনা করা উচিত। ক্রিপ্টোকারেন্সি নিয়ে আলোচনা হয় না বললেই চলে। কি প্রয়োজন এইসব হাবিজাবি পোস্ট এইখানে করার?
ভাই আজকে একটা নিউজ দেখলাম থাইল্যান্ডের অর্থ মন্ত্রণালয় ডিজিটাল এসেটস কে মূল্য সংযোজন কর (ভ্যাট) এর আওতা মুক্ত করে দিছে। আমি মনেকরি এটা একটা ভালো খবর আমরা যারা ডিজিটাল এসেটস বা বা ক্রিপ্টো নিয়ে কাজ করি।ভাই এই নিউজটা কি আমাদের ক্রিপ্টো মার্কেটে কোন প্রভাব ফেলতে পারে। আমি দেখলাম থাইল্যান্ডের অর্থ মন্ত্রণালয়ের এই খবরটার পরপরই বিটকয়েনর মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে। এটা আসলে কি কারনে সেটা আমি নিশ্চিত ভাবে বিঝতে পারিনি। আপনার মতামত ব্যক্ত করে আমাকে জানার সুযোগ দিবেন বলে আমি মনেকরি। বারো অসংখ্য ধন্যবাদ।