[10]: Read the rules of participation in the campaign।
প্রথমে ধন্যবাদ জানাই এই পোস্ট যিনি লিখেছেন। এই পোস্ট আমি গ্লোবালে একবার পড়েছিলাম। এখানে আপনি অনুবাদ করে পোস্ট করেছেন এখানে আমাদের লোকাল ভাষায় পড়ার সুযোগ পাচ্ছি এর জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এই পোস্ট সকলের জন্য গুরুত্বপূর্ণ একটি পোস্ট তাই সকলেরই পোস্টটা ভালোভাবে পড়া উচিত।
মিয়া আপনি একটা বিষয়ে দেখি ভুল করে ফেলেছেন। হয়তো তাড়াহুড়ো করতে গিয়ে আপনার মনে ছিলো না। বিষয়টি হলো ১ -৯ পর্যন্ত অনুবাদ করেছেন কিন্তু আপনি ১০ টাইটেল টা অনুবাদ করেন নাই। আমিই অনুবাদ করে দেই।
[১০] ক্যম্পেইনে অংশগ্রহণ করার নিয়ম কানুন গুলো পড়ে নিবেন।