[২]: এমন একটা ক্যাম্পেইনে জয়েন করুন যার সাথে আপনি একমত, শুধুমাত্র টাকার জন্য জয়েন করবেন না। আপনি যদি জুয়া অপছন্দ করেন অথবা আপনার কোনো ধারনা না থাকে যে এটা কিভাবে কাজ করে, তাহলে ক্যাসিনো ক্যাম্পেইনে জয়েন করবেন না শুধু এজন্য যে এরা বেশি পেমেন্ট করে। এটা আপনাকে বেশিরভাগ সময় স্প্যাম এবং অফ-টপিক পোস্ট করাবে।
উদাহরন হিসাবে এটা দেখুন.
প্রশ্নবিদ্ধ ইউজারটি একটা জুয়া সম্পর্কিত সিগ্নেচার প্রচার করছে/পরছে কিন্তু বোর্ডের বিরুদ্ধে খারাপ কথা বলা তার বিজ্ঞাপনের সাথে বিরোধী হচ্ছে। এমন একটা ক্যাম্পেইনে জয়েন করুন যার সাথে আপনি একমত, শুধুমাত্র টাকার জন্য জয়েন করবেন না।
এটা নিয়ে এই ইউজার বেনকোডির সাথে আমার ভালো একটা ঝামেলা হয়েছিলো। একই টপিকে প্রথমেই মনে হয় আমি এটা পয়েন্ট করেছিলাম যে আপনি যদি মনে করেন গেম্বলিং খুবই খারাপ এবং আন এথিক্যাল, তাহলে আপনি ক্যাসিনো সাইট প্রমোট করছেন কেনো? যখন আরো কয়েকজন মেম্বার এটা নিয়ে প্রশ্ন করলো, এই ইউজার সবার সাথেই বাজে আচরন করা শুরু করে। যারা ফোরামের রেপুটেড মেম্বার, আমরা সাধারনত তাদেরকে সম্মান দিয়ে কথা বলি। যেকোনো পয়েন্ট ডিসকাশনের মাধ্যমে সমাধান করা যেতে পারে। কিন্তু যখন আপনি কাউকে বুঝাতে গিয়ে উলটা এট্যাকের স্বীকার হোন, তখন ব্যাপার টা খারাপ লাগে। তারপর এই ইউজার আমাকে নিউট্রাল ফিডব্যাক দেয়, যেটা অবশ্য কয়েক সপ্তাহ পরে ডিলেট করে দেয় এবং আমাকে প্রাইভেট মেসেজে জানায়।