অভিজ্ঞদের পরামর্শ আশা করছি।
বিটকয়েন টকে বাউন্টি thread এ সকল বাউন্টি ম্যানেজ করা হয় সে সকল প্রজেক্ট কোথা থেকে সংগ্রহ করা হয়।
এবং কিভাবে একজন ছোট ম্যানেজার বাউন্টি ম্যানেজ করবে প্রজেক্ট সংগ্রহ করবে এবং কিভাবে পরিচালনা করবেন।
কারো জানা থাকলে অবশ্যই জানিয়ে যাবেন উপকৃত হবে আমার মত আরও অনেকে।
ভাই এই থ্রেড এ আসছেন কিছুদিন হইছে এসেই বাউন্টি ম্যানেজ করবেন ভাবতেছেন। এতই সহজ নাকি সব ভাই।
এই প্লাটফর্ম এ আগে পরিচিত হন কিভাবে নিজের দক্ষতা বাড়ান।
আর তাছাড়া আপনার প্রোফাইল দেখে মনে হলো আপনি নিয়মিত বাউন্টি করতেছেন সেগুলোই টুকটাক করতে থাকুন আসতে আসতে সব শিখে যাবেন।
আর বাউন্টি ম্যানেজ এর চিন্তাভাবনা না করে প্লাটফর্ম এ নিজের র্যাংক বাড়ান তাতেই আপনার ভালো হবে।
ভবিষ্যতে সিগনেচার ক্যাম্পেইন এ জয়েন হয়ে ভালো কিছু ইনকাম করতে পারবেন।