সাহায্য আর কই করতে পারলাম ভাই?
বিগত কয়েকদিন যাবৎ প্রচুর বিজি থাকার কারনে ফোরামে টোটালি ইনএকটিভ ছিলাম। ফোরামে কোনো প্রকার পোষ্ট করিনি, এমন কি লগ ইন করারও সময় পাইনি। খুব গুরুত্বপূর্ন একটা টপিক ট্রান্সলেশন করেছেন। অরিজিনাল থ্রেড এ আমার পোষ্ট দেখেছেন কি না জানি না। তবে সেখানেও আমি একটু আমার পয়েন্ট তুলে ধরার চেষ্টা করেছি। অনেক ক্যাম্পেইন আছে যাদের পোষ্ট রিকোয়ারমেন্ট অনেক বেশি। যারা সেসব ক্যাম্পেইনে পার্টিসিপেট করে, তারা পোষ্ট রিকোয়ারমেন্ট পূরন করতে গিয়ে ফোরামে স্প্যাম করে থাকে। এমন কি ক্যাম্পেইনের পোষ্ট রিকোয়ারমেন্ট কম থাকলেও, ক্যাম্পেইন যদি বেশি পোষ্ট এর জন্য বেশি পেমেন্ট করে, তখন ইউজার রা বেশি পোষ্ট করে। যেটা করতে গিয়ে পোষ্ট এর কোয়ালিটি লো হয়ে যায়। আমার সাথেও এটা ঘটেছে। তবে আমি চেষ্টা করি কোয়ালিটি ধরে রাখার জন্য।