একটা বিষয় আমার জানার খুব ইচ্ছা সেটা হল যে বিভিন্ন কোম্পানি বা প্রজেক্ট তাদের টোকেন বার্নিং করে, আসলে তারা যে টোকেনটা বার্নিং করে যে এড্রেস পাঠায় সেই এড্রেস থেকে কি পুনরায় আবার তারা সেই টোকেন এনে বিক্রয় করতে পারে ?
আমি একটা বার্নিং এড্রেস দেখলাম সেখানে অনেক পরিমান ডলার আছে তাহলে কি এই ডলারগুলো সব মূল্যহীন ?
https://bscscan.com/address/0x000000000000000000000000000000000000dEaDনা ঐ এড্রেসের এক্সেস কারো কাছেই নাই।
সোজা বাংলায় সিন্দুকে তালা দিয়ে চাবি সমুদ্রে ফালায় দিসেন। সিন্দুক খোলার আর কোনো সিস্টেম নাই।