Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
RewFrew
on 14/02/2024, 19:49:29 UTC
একটা বিষয় আমার জানার খুব ইচ্ছা সেটা হল যে বিভিন্ন কোম্পানি বা প্রজেক্ট তাদের টোকেন বার্নিং করে,  আসলে তারা যে টোকেনটা বার্নিং করে যে এড্রেস  পাঠায় সেই এড্রেস থেকে কি পুনরায় আবার তারা সেই টোকেন এনে বিক্রয় করতে পারে ?

আমি একটা বার্নিং এড্রেস দেখলাম সেখানে অনেক পরিমান ডলার আছে তাহলে কি এই ডলারগুলো সব মূল্যহীন ?

https://bscscan.com/address/0x000000000000000000000000000000000000dEaD
আসলে টোকেন বার্ন করার জন্য যে এড্রেসে টোকেন গুলো পাঠানো হয় সেটা বাতিল এড্রেস। এই অ্যাড্রেসগুলোর অ্যাক্সেস কারো কাছে থাকেনা। ফলে এই অ্যাড্রেসে যে টোকেন গুলো যায় তার কখনো ফিরে আসে না। এই অ্যাড্রেসগুলোতে টোকেন থাক আর ডলার থাক আর বিটকয়েন থাক যেটাই থাকুক না কেন সে আর ফিরে আসে না। বা ফিরে আসার সুযোগ থাকে না কারণ এর কোন অ্যাক্সেস কারো কাছে থাকে না তাই এই অ্যাড্রেসগুলোতে যত পরিমান টোকেন থাক না কেন সেগুলো মূল্যহীন।