Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
RewFrew
on 14/02/2024, 20:38:27 UTC
অভিজ্ঞদের পরামর্শ আশা করছি।
বিটকয়েন টকে বাউন্টি thread  এ সকল বাউন্টি ম্যানেজ করা হয় সে সকল প্রজেক্ট কোথা থেকে সংগ্রহ করা হয়।

এবং কিভাবে একজন ছোট ম্যানেজার বাউন্টি ম্যানেজ করবে প্রজেক্ট সংগ্রহ করবে এবং কিভাবে পরিচালনা করবেন।
কারো জানা থাকলে অবশ্যই জানিয়ে যাবেন উপকৃত হবে আমার মত আরও অনেকে।
ভাই আপনাকে সুস্বাগতম বিটকয়েনটকে। আমি আপনার জানার আগ্রহটাকেও স্বাগতম জানাই। কিন্তু বাউন্টি ম্যানেজ করে অনেক ভালো কিছু করা যায় এটাই মনে করি না। আমার পরামর্শ হলো আপনি ক্রিপ্টো কারেন্সি নিয়ে বেশি বেশি জানেন, আপনি ফোরামে বেশি বেশি সময় দেন, আপনি যতটুকু পারেন শিখতে থাকুন। অভিজ্ঞতা অর্জন করার পর তখন আপনি বাউন্টি ম্যানেজ করার চেষ্টা করুন। তখন আপনি ভালো করতে পারবেন বলে আমি মনে করি। সর্বোপরি বিটকয়েনটকে আমি আপনার সাফল্য কামনা করি।