হুম ভাই আবেদন করেছিলাম স্লট খুবই কম ছিলো। আমাদের বাংলা থ্রেড থেকে আসলেই সহজে কেউ জিততেছে না। আমিও বেশি আবেদন করি না। তবুও মাঝে মাঝে স্লট ফাকা থাকলে আবেদন করে ফেলি। আর ভাই ভাগ্য লাগে ভাগ্য না থাকলে বিজয়ী হওয়া যায় না। আমি মাত্র এক বার বিজয়ী হয়েছিলাম। এই র্যাফেল এ আমি আপনি CL ভাই সহ ৩ জনে আবেদন করেছিলাম, খুবই কম স্লট ছিলো ভাবলাম আমাদের মাঝে কেউ জিতে যাবে। কিন্তু না অন্য কেউ বিজয়ী হয়ে গেলো।