আমাদের বাংলা থ্রেড এ কেউ জিতে না কেন?
আমি এর আগে একবার স্পোর্টসবেট থেকে যে টি শার্ট এবং মাফলার জিতেছিলাম, সেটা বাংলাদেশে আনতে কতোটা সময় এবং কতোটা পরিশ্রম লেগেছে, সেটা আমি বাংলাদেশ থ্রেডে পোষ্ট করেছিলাম। স্পোর্টসবেট যখন আমার ঠিকানায় পার্সেল পাঠিয়েছিলো, সেটা ডি এইচ এলের মাধ্যমে পাঠিয়েছে এবং সুপার এক্সপ্রেস ডেলিভারিতে দিয়েছে। তারপরেও বাংলাদেশে আসার পর সেটা আমাকে ঢাকা গিয়ে নিয়ে আসতে হয়েছিলো এবং সময় লেগেছে প্রায় ৪০ দিনের মতো।
এখন যদি আমি কোনো কিছু জিতি, আমাকে সেটা নিজের খরচে বাংলাদেশে নিয়ে আসতে হবে। ১০০০ টাকার প্রোডাক্ট বাংলাদেশে আনতে যদি আমার ৫০০০ টাকা খরচ হয় এবং আরো ২-৩ হাজার টাকার পরিমান পরিশ্রম হয়, তাহলে কি দরকার এসবে জয়েন করা আর হুদাই হ্যাসেল নেয়া? এজন্য ভাই জয়েন ও করি না। প্যারাও নেই না।