আমাদের বাংলা থ্রেডের সবার উদ্দেশ্যে একটা প্রশ্ন,
আপনাকে যদি একশ ডলার দেওয়া হয় ইনভেসমেন্ট এর জন্য যেটা শুধুমাত্র আল্টকয়েন এ ইনভেস্টমেন্ট করতে পারবেন। আর ইনভেস্টমেন্টটা হবে লং টার্ম এর জন্য যেমন ১০ বছর হোল্ডিং করবেন-
তাহলে আপনি কোন কয়েন কে চুস করবেন?
২০১৭ সালের একটি এথারিয়াম কয়েনের দাম ৮০ ডলারের নিচে ছিল , এখন আপনি কোন কিছু করবেন যেটা এরকম প্রাইস অথবা এক ডলারেরও নিচে, এবং সেটাকে দশ বা পাঁচ বছরের জন্য হোল্ড করবেন যেটা আপনাকে ইউজ প্রফিট এনে দিতে পারে??
ব্যক্তিগত ইনকোয়ারি এর জন্য পোস্ট করতেছি, আমি নিজে ১০০ ডলার এর জন্য পলিগন কয়েন কে চুস করব।
ভাই আপনি এই পোস্টটা অল্টকয়েনে করেছিলেন তবে এখানে কিছুটা ভিন্ন রয়েছে, আমি সেখানেও আমার মত প্রকাশ করেছিলাম এখানেও আমার মত প্রকাশ করি। আপনি এখানে বলেছেন ইথার ২০১৭ সালে ৮০ ডলারের নিচে ছিলো, এই রকম প্রাইজ অথবা এক ডলারের নিচের কয়েন গুলো চয়েজ করতে হবে। যদি ১ ডলারের নিচে কোনো কয়েন চয়েজ করতে হয় তাহলে আমি অবশ্যই পলিগন (MATIC) চয়েজ করবো। আজকে মার্কেটে দেখলাম প্রায় $১ উঠেছে $০.৯৭ রয়েছে। আমিও মার্কেট কিছুটা কমলে পলিগন (MATIC) কয়েনে বিনিয়োগ করে ৫-১০ বছরে সেখানে আর হাত দিবো না দেখবো না কখনো কত দাম বাড়লো। মোট কথা হলো আমি যেটায় বিনিয়োগ করি সেই কয়েন কখনো দাম বাড়ে না ভাই
