ভাইরে ভাই টি-শার্ট আনতেই ৫০০০ টাকার উপরে ব্যয় তার ওপর এত দৌড়াদৌড়ি, এত দেখি খাজনার থেকে বাজনা বেশি। যাই হোক ভাই বাহিরে থেকে পার্সেল আসলে দেশের কোন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রিসিভ করা যায় না?
আর ভাই 5000 টাকা কি আপনার শিপিং ফিই দেওয়া লাগছে?
আরে এটা কিসের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয় যেমন ওজন বা সাইজ এরকম কোন কিছু কি আপনার জানা আছে?
৫ হাজার আর ৩ হাজার তো আমি একটা উদাহারন হিসাবে দেখালাম। আমার পার্সেল এর ভ্যালু ছিলো ১৬০ ইউরোর মতো। আর সেটা আসার পর আমি এক টাকাও কাউকে দেইনি। কারন স্পোর্টসবেট অলরেডি পেমেন্ট করে দিয়েছিলো। মজার ব্যাপার ঘঠেছিলো যখন এটা বাংলাদেশে আসে তখন। কাষ্টমস এর পরিচয়ে এক ব্যাক্তি আমাকে কল দিয়ে বলে যে আপনার তো একটা পার্সেল আসছে, ১৬০ ইউরো ভ্যালু কেনো দিলো? আর ১ টা কেনো আনলেন? তো আমি বললাম আমার যে কয়টা দরকার সে কয়টা আনবো, ভ্যালু যা দেয়া দরকার সেটা দেবো, এতে আপনার সমস্যা কি?
পরে উনি বলে এখন তো এটা নিতে আপনার ১০-১৫ হাজার টাকা লাগবে। এতা ভ্যালু না দিলে কম লাগতো। পরে আমি বললাম, আমার ১ টাকাও লাগবে না। সকল খরচ আমার বন্ধু দিয়ে দিয়েছেন। পরে উনি আরো কি কি হাবিজাবি বলে ফোন রেখে দেয়। এই পার্সেল আমি ৪০-৪৫ দিন পরে পেয়েছি। যেটা ডি এইচ এল ক্লিয়ার করে বের করেছে। এতাদিন সময় লাগছে শুধু ক্লিয়্যারেন্সে।