আমাদের বাংলা থ্রেডের সবার উদ্দেশ্যে একটা প্রশ্ন,
আপনাকে যদি একশ ডলার দেওয়া হয় ইনভেসমেন্ট এর জন্য যেটা শুধুমাত্র আল্টকয়েন এ ইনভেস্টমেন্ট করতে পারবেন। আর ইনভেস্টমেন্টটা হবে লং টার্ম এর জন্য যেমন ১০ বছর হোল্ডিং করবেন-
তাহলে আপনি কোন কয়েন কে চুস করবেন?
২০১৭ সালের একটি এথারিয়াম কয়েনের দাম ৮০ ডলারের নিচে ছিল , এখন আপনি কোন কিছু করবেন যেটা এরকম প্রাইস অথবা এক ডলারেরও নিচে, এবং সেটাকে দশ বা পাঁচ বছরের জন্য হোল্ড করবেন যেটা আপনাকে ইউজ প্রফিট এনে দিতে পারে??
ব্যক্তিগত ইনকোয়ারি এর জন্য পোস্ট করতেছি, আমি নিজে ১০০ ডলার এর জন্য পলিগন কয়েন কে চুস করব।
আমার বরাবরের মতো আল্টকয়েন গুলোর মধ্যে সোলনা টোকেন এর প্রতি জোক বেশি ছিল। এই কয়েনটা আমি বেশি কইরা কিনতে পারছিলাম না আমার কাছে পর্যাপ্ত পরিমাণ অর্থ না থাকায়। তবে মাত্র কয়েকটা কিনছি

। @CL ভাই আপনি যেহেতু বলছেন ১০০ ডলারের মধ্যে আপনি কোন আল্ট কয়েন পছন্দ করবেন বিনিয়োগ করবার জন্য আপনার কথা অনুযায়ী আমি সেই 100 ডলার সোলনা টোকেনে বিনিয়োগ করব। এই কয়েনটা যদি আমরা আগামী চার থেকে পাঁচ বছর পর্যন্ত হোল্ডিং কইরা রাখি তাহলে ভালো কিছু আশা করতে পারি। আমরা দেখছি বিটকয়েনের দাম বৃদ্ধি পাওয়ার পাশাপাশি এই কয়েনটার দাম বৃদ্ধি পাইছে। বর্তমানে এই কয়েনটার দাম ১০৭$

আগামী চার থেকে পাঁচ বছর পরে হয়তো এই কয়েনটার দাম আমরা এখান থেকে বৃদ্ধি পেয়ে ৪০০ থেকে ৫০০ ডলারের মধ্যেও দেখতে পারি এটা শুধুমাত্র আমার ভবিষ্যৎ বাণী।