Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
HelliumZ
on 21/02/2024, 02:34:57 UTC
আমাদের বাংলা থ্রেডের সবার উদ্দেশ্যে একটা প্রশ্ন,
আপনাকে যদি একশ ডলার দেওয়া হয় ইনভেসমেন্ট এর জন্য যেটা শুধুমাত্র আল্টকয়েন এ ইনভেস্টমেন্ট করতে পারবেন। আর ইনভেস্টমেন্টটা হবে লং টার্ম এর জন্য যেমন ১০ বছর হোল্ডিং করবেন-
 তাহলে আপনি কোন কয়েন কে চুস করবেন?
২০১৭ সালের একটি এথারিয়াম কয়েনের দাম ৮০ ডলারের নিচে ছিল , এখন আপনি কোন কিছু করবেন যেটা এরকম প্রাইস অথবা এক ডলারেরও নিচে, এবং সেটাকে দশ বা পাঁচ বছরের জন্য হোল্ড করবেন যেটা আপনাকে ইউজ প্রফিট  এনে দিতে পারে??
ব্যক্তিগত ইনকোয়ারি এর জন্য পোস্ট করতেছি, আমি নিজে ১০০ ডলার এর জন্য পলিগন কয়েন কে চুস করব।
আমাকে যদি ১০০ ডলার দেওয়া হয় এবং সেটা যদি শুধু এলটকয়েনে বিনিয়োগ করার কথা বলা হয় তাহলে অবশ্যই আমি ১০০ ডলার দিয়ে Ripple (XRP) কেনার জন্য চয়েস করব। আমরা জানি রিপল এক্সআরপি শীর্ষ কয়েনের মধ্যে অন্যতম একটি। শীর্ষ পজিশনে থাকা সত্বেও এই কয়েনের উপর বিভিন্ন বাঁধা থাকার কারণে ভালো পজিশন তৈরি করতে পারছে না যদি এক্সআরপি এর উপর থেকে বাঁধা কেটে যায় তাহলে আমি মনে করি এই কয়েন অনেক ভালো পজিশন তৈরি করবে। আমি মনে করি দীর্ঘ সময় ধরে রাখার জন্য এক্সআরপি অনেক ভালো একটি বিনিয়োগর্কীত কয়েন।
রিপলের কপালে দুঃখ যেন পরিবর্তন হচ্ছেই না একের পর এক মামলা শুনানি লেগেই আছে। এতগুলো শুনানি যদি রোড ম্যাপে লেগেই থাকে তাহলে এর দাম বৃদ্ধি পাওয়ার চান্স থাকবে না এটা স্বাভাবিক। এর আশেপাশের সমসাময়িক কয়েনগুলো মার্কেটে অনেক বেশি কারেকশন হয়ে গেছে অথচ রিপল আগের জায়গা থেকেও দাম কমে গেছে। যারা রিপলের বড় বড় বিনিয়োগকারীরা রয়েছে তারা হতাশা প্রকাশ করছে এবং সমসাময়িক কয়েনগুলোর মার্কেট কারেকশন দেখে তারা বিনিয়োগ ফ্রিজ করে দিয়ে অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। তবে এপ্রিলে একটি রিপলের শুনানি রয়েছে সেক্ষেত্রে যদি কিছু পজিটিভ শুনানি পাওয়া যায় তবে রিপুলের দাম ৭০ সেন্টের কাছাকাছি চলে যেতে পারে। রিপন একটি জনপ্রিয় কয়েন হওয়া সত্ত্বেও শুধুমাত্র সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বিশেষ মামলার কারণে এই কয়েনটি বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে। যদি রিপল প্রত্যেকটি মামলা থেকে অব্যাহতি পায় তাহলে রিপলের দাম ১০ থেকে ১৫ ডলার হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ যদি বাজেট খুব অল্প পরিমাণ হয় অর্থাৎ ১০০ থেকে ১০০ ডলারের নিচে হয়ে থাকে তাহলে রিপলের উপর বিনিয়োগ করে রাখা খারাপ হবে না তবে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করতে হবে।



টুইট

রিপলের এর মামলার যে রোড ম্যাপ দেখছি তাতে করে বিটকয়েনে তিনটি হালর্ভিং হওয়ার পরেও যদি বিটকয়েন ১০ লক্ষ ডলার ছাড়িয়ে যায় তাহলেও রিপলের দাম এক ডলার অতিক্রম করবে না মনে হচ্ছে।