Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
AirtelBuzz
on 22/02/2024, 02:57:11 UTC
অবাক কান্ড! বাঙালি একুশে ফেব্রুয়ারী ভুইলা গেল? আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা থ্রেডে সেই লইয়া একখান পোস্ট নাই!


একুশে ফেব্রুয়ারি কি ভুলে যাওয়া সম্ভব। আমাদের এই মাতৃভাষা রক্ষা করবার জন্য দলবল নির্বিশেষে রফিক, শফিক, জব্বার, বরকত এদের মত তরুণরা তাদের জীবন বাজি রাইখা বিশ্বের ইতিহাসে এক অনন্য দৃষ্টি স্থাপন করছিল। আমরাই বাঙালি জাতি প্রথম যারা আমাদের মাতৃভাষার জন্য যুদ্ধ করছিলাম এমনকি পরিশেষ আমাদের মায়ের মুখের ভাষা অর্থাৎ বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। বিশ্বের আরো কোন কোন দেশে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে। হয়তো এখানে পোস্ট করি নাই তবে আমাদের এলাকায় শহীদ মিনার তৈরি কইরা সেখানে আমরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাইয়ছি।  Cheesy