
অভিনন্দন DYING_S0UL ভাই। আজকে খুবই আনন্দের খবর যে আমাদের লোকাল কমিনিউটির একজন সদস্য DYING_S0UL ভাইয়ের পদোন্নতি হয়েছে। আমরা দেখেছি তিনি সিনিয়র মেম্বারের এক্টিবিটি হওয়ার আগেই সিনিয়র মেম্বার হতে যে মেরিটের প্রয়োজন হয় তা অর্জন করেছিলেন। DYING_S0UL ভাইয়ের আজকে এক্টিবিটি বেড়েছে এবং নতুন রেংকে পা দিয়েছেন, আমি তার সুন্দর ভবিষ্যৎ কামনা করি। আবারো জানাই নতুন রেংকে পদোন্নতি হওয়ার জন্য অভিনন্দন। আমি তার জন্য দুয়া করি তিনি আরো এগিয়ে যাক।