Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Negotiation
on 25/02/2024, 07:48:37 UTC
আমি অবশ্য আমার গত ১ বছরের বিটকয়েন আর্নিং এর প্রায় ৫০ শতাংশ সেভ করতে পেরেছি এবং পুরোটাই হোল্ড করেছি। যখন আমি ফান্ড অন্য একটা ওয়ালেটে মুভ করেছি, তখন বিটকয়েনের প্রাইস ছিলো ২৭ হাজার ডলার। আমি এটাকেই যদি আমার এভারেজ বায়িং প্রাইস বা একুমুলেশন প্রাইস ধরি, তাহলে আমি এখনই লাভে আছি। যদিও বুল রানে কিছু প্রফিট ক্যাশ করার প্ল্যান আছে এবং ভবিষ্যতে যদি আবার ডিপ মার্কেট পাই, তখন আবার বাই ব্যাক করারও প্ল্যান আছে।

সব প্ল্যানই কাজে দিবে যদি হঠাৎ করে কোনো টাকার দরকার না পড়ে তাহলে। কিন্তু আল্লাহ না করুন যদি হঠাৎ বিপদে পড়ে কারো কাছে টাকা না পাই, তখন বিটকয়েনের দাম যাই হোক না কেনো, সেল তো করতেই হবে। দেখা যাক কি হয়। যদিও আমি সবাইকে কম পরিমানে ইনভেষ্ট এর কথা বলি, আমি নিজেই আমার সব টাকা বিটকয়েনে রেখে বসে আছি। আমাকে ফিয়্যাটলেস বলা চলে।

ভাই আপনার ইনভেস্টমেন্ট করার সময় দেখে মনে হচ্ছে এখন পর্যন্ত আপনি অবশ্যই প্রফিটে আছেন এবং লাভজনক একটা অবস্থান করছেন, আপনি কি এখানে ধারাবাহিকভাবে ইনভেস্ট করেছেন নাকি হচ্ছে ধাপে ধাপে ইনভেস্ট করেছেন?  আর আপনি এখন পর্যন্ত কি ধাপে ধাপে ইনভেস্ট যে প্ল্যানিং সেটা ফলো করছেন নাকি নিজের মন মত ইনভেস্ট করছে?

আমার কাছে মনে হয় ধাপে ধাপে ইনভেস্ট করার যে প্রসেস এখানে ধাপে ধাপে ইনভেস্ট যদি কেউ করে। তাহলে তার লাভ বা প্রফিট একটু কম হতে পারে কিন্তু সে অনেক দিক থেকে সেভ থাকে এবং এটা মনে হয় একটা ভালো পরিকল্পনা হতে পারে স্বভাব ক্ষেত্রে।