তাছাড়া বর্তমানে আমি ১০০০ টাকা বিটকয়েন এড অপশন করাকে মনে করি আমি এক হাজার টাকার মনের কাচ্চি বিরিয়ানি খেয়ে ফেলছি।

দোয়া করবেন ভাই যেন বিপদে আপদে না পড়ি এবং পড়লেও যেন আমার এই ফান্ড গুলোতে হাত না দিতে হয়।
আমি অবশ্য আমার গত ১ বছরের বিটকয়েন আর্নিং এর প্রায় ৫০ শতাংশ সেভ করতে পেরেছি এবং পুরোটাই হোল্ড করেছি। যখন আমি ফান্ড অন্য একটা ওয়ালেটে মুভ করেছি, তখন বিটকয়েনের প্রাইস ছিলো ২৭ হাজার ডলার। আমি এটাকেই যদি আমার এভারেজ বায়িং প্রাইস বা একুমুলেশন প্রাইস ধরি, তাহলে আমি এখনই লাভে আছি। যদিও বুল রানে কিছু প্রফিট ক্যাশ করার প্ল্যান আছে এবং ভবিষ্যতে যদি আবার ডিপ মার্কেট পাই, তখন আবার বাই ব্যাক করারও প্ল্যান আছে।
সব প্ল্যানই কাজে দিবে যদি হঠাৎ করে কোনো টাকার দরকার না পড়ে তাহলে। কিন্তু আল্লাহ না করুন যদি হঠাৎ বিপদে পড়ে কারো কাছে টাকা না পাই, তখন বিটকয়েনের দাম যাই হোক না কেনো, সেল তো করতেই হবে। দেখা যাক কি হয়। যদিও আমি সবাইকে কম পরিমানে ইনভেষ্ট এর কথা বলি, আমি নিজেই আমার সব টাকা বিটকয়েনে রেখে বসে আছি। আমাকে ফিয়্যাটলেস বলা চলে।
ভাই আপনাদের চিন্তা ধারা দেখে আমার খুব ভালো লাগলো। ইনকামের সব অংশ খরচ না করে কিছু কিছু জমা করা প্রয়োজন। সেভিংসের বিষয়টা আমাদের সবারই থাকা দরকার। এটা আমাদের বিপদ আপদে সাহায্য করে অনেক। খেয়াল করে দেখবেন ভাই যখন বিপদ আসে তখন আমাদের হাত মোটামুটি ফাঁকা থাকে আমাদের তখন ধার করতে হয়। তখন যদি জমানো কোন অর্থ থাকে তাহলে আমাদের ঋন করতে হয় না। আর এখন আমাদের দেশের অর্থনীতির অবস্থা অনুযায়ী আমার মনে হয় ব্যাংকে টাকা রাখা বা ডিপিএস করাটাও সুবিধাজনক মনে হয় না আমার। আর ইনভেস্টের কথ অনুযায়ী মনে হয় এখন বিটকয়েন এ বিনিয়োগ করে জমানোটাই ভালো। যারা মারকেট ডাাম্প অবস্থা থেকে বিনিয়োগ করতেছে তারা এখন লাভোবান সামনে আরো ভালো কিছু হবে বলে আমি মনে করি।