Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Bd officer
on 26/02/2024, 00:52:30 UTC
ভাই খালি আফসোস করি যে যখন ১৬কে, ১৮কে, ২৮কে ছিল তখন যদি আর একটু কিছু হোল্ডিং করতে পারতাম, দেখি ভবিষ্যতে আবার কোনদিন এরকম চান্স পাব কিনা, যদিও আমার মনে হয় না ১৬কে, ১৮কে এর মুখ আবারও দেখা যাবে। উচিত যতটুকুতে পরবর্তীতে আমাদের সমস্যায় করতে হয়, যদিও ইমার্জেন্সি সিচুয়েশন সবকিছু উলটপালট করে দিতে পারে।
ভাই আফসোস তো আমিও করি মাঝে মাঝে মনে হয় কেন তখন ১ লাখ টাকা বিটকয়েন কিনে রাখলাম না, কিনে রাখলে আজকে চান্দে থাকতাম। ভাই যখন বুলরানে ১০০কে দেখলে তো আরো মাথা খারাপ হবে।

ভাই সামনে বুলরানে যদি বিটকয়েনের দান ১০০কে অতিক্রম করে তাহলে আমার মনে হয় আমরা আবারো বিয়াতকয়েন ১৬-২০কে মধ্যে দেখতে পাবো না। কারন বিটকয়েনের দাম সর্বোচ্চ ৬৯কে থেকে মার্কেট ডাউন দিয়ে ১৬কে এসেছিলো, তাই যদি আগামী বুলরানে যদি ১০০কে ছাড়িয়ে যায় তাহলে পরবর্তী মার্কেট ডাউন দিলে আমার মনে হয় বিটকয়েন ৩০কে নিচে আসবে না। যাইহোক, দেখা যাক এবার বুলরানে বিটকয়েন দাম কতটা উচ্চতায় উঠতে পারে।