Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Bd officer
on 02/03/2024, 10:35:54 UTC
আমি এই ফোরামে নতুন একজন মেম্বার। আমাকে একটা সঠিক গাইড লাইন দিয়ে সাহায্য করবেন আমি কিভাবে এই ফোরাম সম্পর্কে আইডিয়া পেতে পারি। নতুন মেম্বার হিসেবে আমি এই ফোরাম সম্পর্কে জানতে চাই শিখতে চাই।

প্রথমে স্বাগতম জানাই বাংলা থ্রেডে। আপনার পোস্ট করার কোয়ালিটি দেখে তো মনে হয় না আপনি এই ফরাম সম্পর্কে একেবারেই নতুন। যাইহোক, এই থ্রেডের প্রথম পেজে নিয়ম কানুন গুলো সুন্দর ভাবে দেওয়া আছে, নিয়ম কানুন গুলো সুন্দর করে পরে মেনে চলবেন। আর এই ফোরাম সম্পর্কে জানতে চাইলে, বেশি বেশি আপনাকে পড়তে হবে।


@Crypto Library ভুলে গেছে নাকী যে ফেব্রুয়ারী মাস ২৯ দিনেই শেষ হয়েছে। ভাই ফেব্রুয়ারী মাসের পোস্ট চার্ট লিস্ট দিবেন কবে? যাইহোক আমি আজকে ফেব্রুয়ারি মাসের পোস্ট সংখ্যা চেক করেছি, যা আমি হতাশ হয়েছি। যাইহোক, বিগত কয়েক মাসের তুলনায় গত মাসে পোস্ট সংখ্যা খুবই কম হয়েছে। আমি লোকাল মেম্বার দের দৃষ্টি আকর্ষণ করব, আপনার অত্যান্ত সপ্তাহে ২-১ টা পোস্ট করার চেষ্টা করবেন, না হলে তো বাংলা থ্রেডে নিয়ে এগিয়ে যেতে অনেক দেরি হবে।  ফেব্রুয়ারী মাসে টোটাল পোস্ট হয়েছে মাত্র ১৫২ টি,যা খুবই কম।

আমি গত মাসে দেখি মাত্র ২২ পোস্ট করেই ১ম হয়েছি যা অবাক হইলাম।
ফেব্রুয়ারী মাসের প্রথম ১০ জন পোস্ট দাতা :
1. Bd officer [22]
2. AirtelBuzz [16]
3. Learn Bitcoin [15]
4. Shishir99 [13]
5. Negotiation [12]
6. DYING_S0UL [11]
7. Crypto Library [10]
8. Elissa~sH [8]
9. shasan [7]
10. BD Technical [6]

তথ্য এখান থেকে নেওয়া হয়েছে


পিক উৎস
আমাদের লোকাল বোর্ড নাই যার ফলে আমরা এখানে খেলাদুলা নিয়ে আলোচনা করতে পারি না।যেহেতু BPL ফাউনাল ম্যাচ শেষ হয়েছে, তাই ভাবলাম আমাদের বাংলা থ্রেডে একটা পোস্ট করি। আপনারা ফাইনাল ম্যাচে কেমন ইউজয় করলেন?

বাংলাদেশে প্রিমিয়ার লিগের ১০ম আসরের ফাইনাল ম্যাচ গতকালকে শেষ হয়েছে। গতকালকে হয়তো অনেকেই ভেবেছিলেন কুমিল্লা জিতবে, কারন কুমিল্লা ব্যাটিং বোলিংয়ে বেশ শক্তিশালী ছিলো। অপরদিকে বরিশালের জন্য ফাইনাল খেলার স্বপ্নটা অনেক কঠিন ছিল, কিন্তু শেষ পর্যন্ত সকল বাধা কাটিয়ে ফাইনেলে উঠে যায়। ফাইনাল ম্যাচে শেষ পর্যন্ত বিজয়ী হয়ে প্রথমবারের মতো ট্রফি জিতেছে। আমার ফেভারিট দল বরিশাল ছিলো, আমি ভালোই ইনজয় করেছি।