অল্ট কয়েনে ইনভেষ্ট করার প্ল্যান যদি না থাকে, তাহলে বাদ দিতে পারেন। আমরা সবাই জানি যে বিটকয়েন ক্রিপ্টোকারেন্সির বস আর এটাই ইনভেষ্ট করার মতো সেইফ একটা কারেন্সি। তবে, আপনাকে এটাও জানতে হবে যে, সবচাইতে বেশি প্রফিট কিন্তু আপনি বিটকয়েন থেকে পাবেন না। ধরেন বিটকয়েন আজকে যে অবস্থানে আছে, সেখান থেকে এই বছর ৩ গুন হওয়া অনেক বড় একটা ব্যাপার। ৩ গুন হতে হলে বিটকয়েন কে ১৮০ ডলারে যেতে হবে। তবে অন্য কয়েনের কথা যদি ধরেন, আজকের পজিশন থেকে ৩ গুন হবে প্রায় বেশিরভাগ অল্ট কয়েন। সেই হিসেবে ছোট আকারের কিছু অল্ট কয়েনে ইনভেষ্টমেন্ট থাকা অনেক গুরুত্বপূর্ন হতে পারে।
হ্যাঁ ভাই ঠিকই বলেছেন, বিটকয়েনে ২-৩ গুন প্রফিট করা খুবই কঠিন ব্যাপার, এর জন্য অনেক দিন হোল্ড করতে হবে, এখানে অনেক সময়ের ব্যাপার। তবে এক বছরের মধ্যে অনেকেই ৩ গুন প্রফিট করেছেন, যারা ২০২২ সালের শুরুতে বিনিয়োগ করেছিলো তাদের ভাগ্য ভালো ছিলো, তাই তারা ৩ গুন প্রফিটে রয়েছে। এখন বর্তমানে বিটকয়েন ৬০কে মধ্যে রয়েছে, এখন থেকে ৩ গুন প্রফিট আগামী বুল রানে নাও হতে পারে।
আচ্ছা ভাই সকলে আমাদের লোকাল থেকে একটা ভবিষ্যৎবানী হয়ে যাক। যদিও বিটকয়েন নিয়ে ভবিষ্যৎ বাণী কারা যুক্তিসঙ্গত নয, তবুও দেখি কার ভবিষ্যৎবাণী সত্যি হয়। বিটকয়েন হালভিং এর পর বুলরানে আপনারা বিটকয়েনের দাম কে কত প্রত্যাশা করেন?