@krogothmanhattan আবারো ৫৫৪ তম ফ্রি র্যাফেল এনেছেন। আমাদের লোকাল থেকে @shasan আবেদন করেছেন আমিও আবেদন করেছি। ভাবছিলাম shasan ভাই এখানে পোস্ট করবেন, কিন্তু ভাইয়ে পোস্ট টা করেন নাই। যাইহোক, যারা আবেদন করতে চান, আবেদন করে ফেলুন। যারা ১লা ফেব্রুয়ারির আগে একাউন্ট রেজিষ্ট্রেশন করেছেন তারা আবেদন করতে পারবেন।
র্যাফেল লিংক:
https://bitcointalk.org/index.php?topic=5488334.msg63787322#msg63787322
Only one spot per person. No NEWBIES registered anytime after 1st of February 2024
সকলকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেলো, আবার আমাদের মাঝে রমজান মাসে চলে এসেছে। আল্লহ যেন সকল কে ২৯/৩০ টা রোজা রাখার তৌফিক দান করেন। সকলেই আল্লাহর সন্তুষ্টির জন্য রমজান মাসটা এবাদত বন্দেগীতে কাটানোর চেষ্টা করবেন।