Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Elissa~sH
on 11/03/2024, 16:28:29 UTC
আসসালামুয়ালাইকুম সবাই দেখতে দেখতে আবার মাহে রমজান মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। এই রমজান মাসে আমরা দীর্ঘ ৩০ দিন রোযা রাখি।
ওয়ালাইকুম আসসালাম। ইনশাআল্লাহ্ ভাই আল্লাহ্ তৌফিক দিলে সবগুলো রোজা রাখার ইচ্ছে আছে। আমার সকল বাঙ্গালী ভাইদের জানাই পবিত্র রমজানের শুভেচ্ছা।  আমাদের মুসলমানদের জন্য রমজান মাস একটি ফজিলত পূর্ণ মাস৷ আমরা মুসলমানরা এই মাসের আমাদের সংযমের মধ্যে দিয়ে পালন করি। এই মাসটায় শয়তানকে করা হয় বন্ধি এবং আমাদের জন্য একটা সুযোগ বেশি বেশি এবাদত করে আল্লাহ্ নৈকট্য লাভ করা। আমার সকল মুসলিম ভাইয়েরা সবাই রোজা রাখবেন নামায পরবেন।  আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইলো। আমার জন্যও দোয়া রাখবেন সবাই। Ramadan Mubarak