কাট~
@shasan ভাই!!
আবারো @paid2 Custom eXch Cryptosteel Capsule রাউন্ড 3 ফ্রি র্যাফেল এনেছেন। ভাই আপনি মনে হয় র্যাফেল টা দেখতে পান নাই, আপনি যেহেতু এই র্যাফেল টা শেয়ার করেন নাই, আমি র্যাফেল টা শেয়ার করে দেই। যারা আবেদন করতে চান, শাসান ভাই এর আগে নিয়ম কানুন বলে দিয়েছিলো। ১০০০ বা তার বেশি মেরিট যাদের রয়েছে আপনারা ২ টা স্লট নিতে পারবেন, আর বাকী সবাই ১ টা করে স্লট নিতে পারবেন। যারা আবেদন করবেন আবেদন করে ফেলুন, সবার জন্য শুভকামনা।
উৎস:
https://bitcointalk.org/index.php?topic=5489089.msg63812351#msg63812351