Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলা (Bengali)
by
Bd officer
on 17/03/2024, 03:06:00 UTC
⭐ Merited by Negotiation (1)

পাই কনটেস্টে দ্বিতীয় সংস্করণ শুরু হয়েছেন। আপনারা যারা ভোট দিতে চান আপনারা ভোট দিতে পারবেন। যাদের ৩০ মেরিট সাথে ৩০ টা এক্টিবিটি রয়েছে তারাই ভোট দিতে পারবেন। আপনি চাইলে এক জনকে ভোট দিতে পারবেন, আপনি সর্বোচ্চ ৪ জন পর্যন্ত ভোট দিতে পারবেন। ভোট সময়সীমা ১৫-২৯শে মার্চ ছিলো কিন্তু পরিবর্তন করা হয়েছেন। আপনারা ১৭- ৩১শে মার্চ পর্যন্ত ভোট দিতে পারবেন। যদি কেউ আপনারা আপনাদের এন্ট্রি ভোট সংস্করণে দেখতে না পান, তাহলে আপনারা হয়তো নিয়ম অনুসরণ করেন নাই। আমাদের লোকাল থেকে বেশ কয়েকজনের এন্টি দেখতে পেলাম, দেখা যাক আমাদের মাঝে কেউ উইন হয় কী না।
পাই কন্টেস্ট দ্বিতীয় সংস্করণের লিংক:: https://bitcointalk.org/index.php?topic=5489177.msg63815989#msg63815989