krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (৫৫৫ তম)। যারা পহেলা ফেব্রুয়ারি এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন।
https://bitcointalk.org/index.php?topic=5489259ভাই এইসব র্যাফেল গুলো অনেক ভালো লাগে কিন্তু জীবনে একবারেও মতো উইন হতে পারিনি এখনো আসলে কপালের ব্যাপার অনেক কিছুই থাকে থিত এটা আমার কাছে এমন মনে হয়। অংশগ্রহণ করতে ভালো লাগে। কিন্তু উইন না হতে পারলে খারাপ লাগে।