http://HamiltonCommunity এই ম্যানেজার কাউকে স্টিক দেয় না এবং তাদের গ্রুপে যদি কেউ এপ্লাই করে তাকে সেই স্টিক তো দেয় না তাকে যদি এমনি ইনবক্সে কেউ নক দেয় তাহলে সে তাকে ব্লক করে দেয় সে সম্পূর্ণ আমাদের বাংলাদেশে ম্যানেজার আপনাদেরে যদি কারো বিশ্বাস না হয় তাকে আপনারা মেসেজ করে দেখতে পারেন সাথে সাথে ব্লক করে দেয় আমি ম্যানেজার সম্পর্কে বলতে চাই তিন চার দিনের মধ্যে যদি সবার স্টেট সবাইকে না দেওয়া হয় তাহলে আপনার সম্পর্কে পদক্ষেপ নেওয়া হবে আপনি হয়তো জানেন না আপনার মত অনেক ম্যানেজার আইডি এরকম করার কারণে বাতিল করে দেওয়া হয়েছে আর আমি জানি আপনি বাংলাদেশ গ্রুপে আছেন পোস্টটা দেখলে স্টেক আপডেট শুরু করে দিয়েন বাংলাদেশের কোন বিষয়ে এমন এক ম্যানেজারের সাথে কথা বলছি তারা সাথে সাথে রিপ্লাই দেয় আর আপনি দুইটা ম্যারিড নিয়ে এমন ভাব ধইরা থাকেন যে কাউকে রিপ্লাই দেন না Little Mouse বাইরে আমি যখন তখন মেসেজ পাঠাইছি আমার এখানে সব সময় রিপ্লাই দিয়েছে যে কোন হেল্প চাইলে সে আমাকে হেল্প করছে আর সবাইকে এসে হেল্প করে আর আপনি এমন ম্যানেজার হয়েছেন দুইটা ম্যারেড নিয়ে কেউ যদি আপনার কাছে কিছু বলে আপনি তাকে সাথে সাথে ব্লক করে দেন কেন রে ভাই আমরা কি পরিশ্রম করে কাজ করে না আমাদের যদি কোন ভুল হয় তাহলে বলেন কেন ব্লক করে দেন