Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Bd officer
on 21/03/2024, 03:11:21 UTC
আসসালামুয়ালাইকুম আসা করি সবাই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমত এবং আপনাদের দোয়াতে আজকে আমি সিনিউর মেম্বার হতে পেরেছি যেটা আসলে আমার কাছে একটা স্বপ্নের মতো ছিল। একটা সময় স্বপ্ন দেখতাম আর ভাবতাম আমি যদি সিনিউর মেম্বার হতে পারতাম, আল্লাহ্‌ তাহালা শ্বেই স্বপ্ন টা আজকে পুরন করেছেন এই রামাজান মাসে। সবাইকে ধন্যবাদ অনেকেই অনেক ভাবে সাহায্য সহযোগিতা করেছেন , তাদের কাছে আমি কৃতজ্ঞ।

দোয়া করবেন সবাই আমার জন্যে সামনে আরও অনেক পথ বাকি ।

প্রথমে অভিনন্দন জানাই, আপনি দীর্ঘদিন ধৈর্য ধরে এই ফোরামে সময় ব্যয় করেছেন যার ফলে আজকে সিনিয়র মেম্বার হতে পেরেছেন। আপনার জন্য আমি দুয়া করি আপনি যেন আরো এগিয়ে যেতে পারেন। আপনার এর পরের টার্গেট হিরো মেম্বার হওয়া, তার পরের টার্গেট থাকবে লিজেন্ডারি হওয়া। আপনার প্রতি দুয়া ও ভালোবাসা রইলো।