আস্সালামু আলাইকুম।
Review Master ভাই এর পোষ্ট পড়েছি, আপনার পোষ্ট পড়ার পর আমি অনেক অনুপ্রেরনা পেলাম। তবে অনেকেই এই এমাউন্ট বিশ্বাস করতে চাইবে না কারন তারা নিজেরা সেটা আর্ন করতে পারে নাই।
যাই হোক, আমি নিজেই একটা টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেল খুলেছিলাম, তবে আমাদের কমিউনিটির একটা ওয়েবসাইট কয়েন আলাপের নাম আপনারা শুনে থাকবেন, আমি চাচ্ছিলাম তাদের সাথে কোলাবোরেশন করে কাজ করতে। এডমিনের সাথে আমার কথা হয়েছে এবং ওনারাও চাচ্ছে আমি কাজ করি। টেলিগ্রাম চ্যানেলে নতুন নতুন এয়ারড্রপের ব্যাপারে আপনারা পোষ্ট পাবেন, তবে কোনো এয়ারড্রপের ব্যাপারে বিস্তর জানার প্রয়োজন হলে আমরা সেটা নিয়ে coinalap.com গোইড পোষ্ট করার কথা ভাবছি। তাছাড়া টেলিগ্রামেও একটা ডিসকাশন গ্রুপ থাকবে, চাইলে আপনারা সেখানেও জয়েন করতে পারেন। বিগিনারদের জন্য একটা এয়ারড্রপ গাইড পোষ্ট করবো। কেউ কাউকে প্রতিপক্ষ না ভেবে মিলে কাজ করতে পারলেই সবার সাকসেস হওয়া সম্ভব। আমাদের কমিউনিটির আরো একজন আমাদের সাথে কাজ করবেন, আশা করি উনি সময় মতো এই ব্যাপারে পোষ্ট করবেন।
কয়েন আলাপের টেলিগ্রাম চ্যানেল লিংক:
https://t.me/coinalap_airdropআমার ব্যাক্তিগত টেলিগ্রাম আইডি:
https://t.me/learnbitcoinbdরামাদান কারিম!