আসসালামুয়ালাইকুম আসা করি সবাই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমত এবং আপনাদের দোয়াতে আজকে আমি সিনিউর মেম্বার হতে পেরেছি যেটা আসলে আমার কাছে একটা স্বপ্নের মতো ছিল। একটা সময় স্বপ্ন দেখতাম আর ভাবতাম আমি যদি সিনিউর মেম্বার হতে পারতাম, আল্লাহ্ তাহালা শ্বেই স্বপ্ন টা আজকে পুরন করেছেন এই রামাজান মাসে। সবাইকে ধন্যবাদ অনেকেই অনেক ভাবে সাহায্য সহযোগিতা করেছেন , তাদের কাছে আমি কৃতজ্ঞ।
দোয়া করবেন সবাই আমার জন্যে সামনে আরও অনেক পথ বাকি ।
প্রথমত আপনাকে অনেক ধন্যবাদ আপনি সিনিউর মেম্বার র্যাঙ্ক অর্জন করেছেন পবিত্র মাহে রমজান আমাদের জন্য পবিত্রময় ইবাদত বন্দেগীর মাস সেই মাসে আপনার আরেকটি ভালো নিউজ আপনি সিনিয়র মেম্বার র্যাঙ্ক অর্জন করেছেন অবশ্যই আপনার এই জার্নিটা সহ ছিল না। আবারো আপনাকে অভিনন্দন আমরা আশা রাখব আপনি বেশি বেশি বাংলায় লোকাল বোর্ডে এক্টিভ থাকবেন যাতে করে আমরা আপনার মূল্যবান পোষ্ট গুলো পাই।