Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Elissa~sH
on 22/03/2024, 08:00:48 UTC
আসসালামুয়ালাইকুম আসা করি সবাই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমত এবং আপনাদের দোয়াতে আজকে আমি সিনিউর মেম্বার হতে পেরেছি যেটা আসলে আমার কাছে একটা স্বপ্নের মতো ছিল। একটা সময় স্বপ্ন দেখতাম আর ভাবতাম আমি যদি সিনিউর মেম্বার হতে পারতাম, আল্লাহ্‌ তাহালা শ্বেই স্বপ্ন টা আজকে পুরন করেছেন এই রামাজান মাসে। সবাইকে ধন্যবাদ অনেকেই অনেক ভাবে সাহায্য সহযোগিতা করেছেন , তাদের কাছে আমি কৃতজ্ঞ।

দোয়া করবেন সবাই আমার জন্যে সামনে আরও অনেক পথ বাকি ।

অলাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। জ্বি ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ্। আশা করি আপনিও ভালো আছেন। আপনি এই সুন্দর মাসে সিনিয়র মেম্বার হতে পেরেছেন সেজন্য আপনাকে অভিনন্দন। ভাই আমিও ছোট আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের মত পজিশনে যেন আসতে পারি। আপনারা অনেক দিন যাবত ফার্মে আছেন আপনারা অনেক ভালো জানেন শুনে। আপনাদের সাথে আমাদের তুলে নিয়ে যাবেন ভাই। আপনাদের সাহায্য সহযোগিতা পেলে আমরা সামনের দিকে আসতে পারবো ভাই। আর ভাই সৎ এবং নিস্টার সাথে সামনের দিকে এগিয়ে যান আশা করি ভালো কিছু করবেন আরো।