শুভ সকাল। সবাই কেমন আছেন।আসেন সবাই বিটকয়ন নিয়ে আলোচনা করি।।
ধন্যবাদ বিষয়ভিত্তিক পোস্ট দেয়ার জন্য। এখন বিটকয়েনের মূল্, ১ বিটকয়েন = ৯৬৬৫.৯৬ ডলার।
কিছু পুরান পোস্ট ঘাঁটতে গিয়ে এইটা চোখে পড়লো।
সেদিন, ১ বিটকয়েন = ৯৬৬৫ ডলার
আজ, ১ বিটকয়েন = ৬৪১১৫ ডলার
গত ছয় বছরে ছয়গুণের বেশি হইছে বিটকয়েন।
ভাই সেই সময় যদি জানতে পারতাম যে বিটকয়েন বলে কিছু আছে তাহলে অনেক ভালো কিছু করতাম হয়তো জীবনে। কারণ সেই সময় বিটকয়েনের দাম অনেক কম ছিল এবং সেখানে জমা রাখার সুযোগ অনেক বেশি ছিল। একটু কষ্ট করলেই হয়তো অনেকটা বিটকয়েন জমা রাখা সম্ভব হতো কিন্তু এটা এখন আর হয়তো সম্ভব না। কারণ এখন দাম অনেক বৃদ্ধি হয়ে গেছে যারা সাধারন তাদের কাছে এখন এক বিটকয়েন মানে অনেক কিছু। কারণ এক বিটকয়েন আর কখনোই রাখা সম্ভব না হয়তো আর যাদের ইনকাম বেশি তাদের কথা আলাদা তারা হয়তো রাখতে পারলেও পারতে পারে।