Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
synchronym
on 23/03/2024, 04:08:53 UTC
শুভ সকাল। সবাই কেমন আছেন।আসেন সবাই বিটকয়ন নিয়ে আলোচনা করি।।

ধন্যবাদ বিষয়ভিত্তিক পোস্ট দেয়ার জন্য। এখন বিটকয়েনের মূল্, ১ বিটকয়েন = ৯৬৬৫.৯৬ ডলার।

কিছু পুরান পোস্ট ঘাঁটতে গিয়ে এইটা চোখে পড়লো।

সেদিন, ১ বিটকয়েন = ৯৬৬৫ ডলার

আজ, ১ বিটকয়েন = ৬৪১১৫ ডলার

গত ছয় বছরে ছয়গুণের বেশি হইছে বিটকয়েন।
দিন যত যাচ্ছে বিটকয়েনের বাজার তত উর্ধ্বগতি হচ্ছে তাই যারা আগে বিটকয়েন কিনে রেখেছিল অবশ্যই বর্তমানে তারা ব্যাপক লাভবান হয়েছে। তবে সত্যিই আফসোস লাগে যদি আমরা 2023 সালের শেষের দিকে বিটকয়েন কিনে রাখতাম বর্তমান বাজারে আমরা বিটকয়েন ব্যাপকভাবে লাভ করতে পারতাম। তো যাই হোক এখনো বিটকয়েন যদি কেউ কিনে রাখতে চায় এখনও কিনে রাখতে পারবে কারণ দিন যত যাচ্ছে বিটকয়েনের বাজার কত উর্দু গতি হচ্ছে।তাই আশা করা যাচ্ছে হয়তো বা বিটকয়েনের বাজার 2024 সালের শেষের দিকে  বিটকয়েনের বাজার 100K কে পৌঁছাতে পারে।