@paid2 আবারো Custom eXch Cryptosteel Capsule রাউন্ড ৪ ফ্রি রাফেল নিয়ে এসেছেন। ৫০০ মেরিট বা তার চেয়ে বেশি সংখ্যক সদস্যরা দুটি করে স্লট নিতে পারবেন। অনেকেই দুটি স্লট নেওয়ার কারণে, স্লট খুবই সীমিত রয়েছে। তাই যারা এই ফ্রি র্যাফেলে অংশগ্রহণ করতে ইচ্ছুক, তারা তাড়াতাড়ি আবেদন করতে পারেন।
র্যাফেল উৎস :
https://bitcointalk.org/index.php?topic=5490107.msg63850741#msg63850741
গতকালকে আমি @krogothmanhattan এর ৫৫৫ তম ফ্রি র্যাফেলে বিজয়ী হয়েছি। এবার দিয়ে আমার দ্বিতীয়বার র্যাফেল বিজয়ী হলাম। আপনারাও চেষ্টা করুন ভাগ্যে থাকলে আপনারাও বিজয়ী হতে পারবেন।