Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Bd officer
on 26/03/2024, 06:57:14 UTC

২৬ শে মার্চ বাঙালি জাতির একটি বিশেষ দিন, আজকে ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস। যাদের জন্য আজকে এই বাংলাদেশ পৃথিবীর বুকে মানচিত্রে লেখা হয়েছে, তাদের সকল শহীদ ও গাজী ভাইদেরকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই।
হ্যাঁ, আজকে মহান স্বাধীনতা দিবস। আজকে এই দিনে স্বাধীনতার ডাক দেওয়া হয়েছিল। আমরা সকলেই জানি আজকে থেকে নয় মাস যুদ্ধ করার পর ১৬ই ডিসেম্বরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে আজকে এই বাংলাদেশ। যারা এই বাংলার জন্য জীবন দিয়েছেন তারা কখনো মরবে না, বাংলাদেশ যতদিন মানচিত্রে থাকবে ততদিন তাদের কথা স্মরণ করা হবে। আজকে এই বিটকয়েনটক ফোরামে বাংলা নামক থ্রেড পেয়েছি কাদের জন্য? যারা এই বাংলার জন্য জীবন দিয়েছেন শুধু তাদের জন্যই। যারা এই বাংলার জন্য জীবন দিয়েছিল তাদের সকলের প্রতি আমার পক্ষ থেকে অবিরাম শ্রদ্ধা ও ভালোবাসা রইলো।