Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Elissa~sH
on 26/03/2024, 14:50:37 UTC

বাংলাদেশের স্বাধীনতা দিবস (বাংলা: স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস) বাংলাদেশে জাতীয় ছুটির দিন হিসেবে ২৬ মার্চ পালিত হয়। এটি 26 শে মার্চ, 1971 সালের প্রথম দিকে পাকিস্তান থেকে দেশটির স্বাধীনতার ঘোষণাকে স্মরণ করে। বাংলাদেশের স্বাধীনতা দিবস ১৯৭২ হতে প্রতিবছর ২৬শে মার্চ তারিখে উদযাপিত বাংলাদেশের জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে (কাল রাত) তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ আনুষ্ঠানিকভাবে নিজেদের স্বাধীনতার সংগ্রাম শুরু করে। ২৫ মার্চ রাতে গ্রেফতার হওয়ার পূর্বে তৎকালীন পূর্ব পাকিস্তানের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে এক তার বার্তায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ২৬ মার্চ শেখ মুজিবুর রহমানের পক্ষে এম. এ. হান্নান চট্টগ্রামের কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণের ঘোষণা পত্র পাঠ করেন। পরে ২৭ মার্চ পাকিস্তান সেনাবাহিনী তৎকালীন মেজর জিয়াউর রহমান একই কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন।

১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই দিনটিকে বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবং সরকারিভাবে এ দিনটিতে ছুটি ঘোষণা করা হয়।

অনেক আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করি, আমরা বুক ভরা আশা নিয়ে গর্ব করে বলতে পারি আমরা স্বাধীন দেশে বসবাস করি

If you don't want to get banned for plagiarism, be so kind as to provide a link to the source.

আপনি যদি চুরির জন্য নিষিদ্ধ হতে না চান, তাহলে উৎসের একটি লিঙ্ক প্রদান করার জন্য সদয় হন।
সরি লিংক এড করতে মনে ছিলো না আমার। আমি লিংক এড করে দিচ্ছি এখনি। ধন্যবাদ আপনাকে বিষয়টা অবগত করার জন্য।