বিটকয়েনটক পাই বেকিং কনটেস্ট ২য় সংস্করণের ভোট গ্রহন চলতেছে। এখনো যারা ভোট দেন নি, তাড়াতাড়ি তাদের মূল্যবান ভোট দিয়ে আসুন। এই কনটেস্টে আমাদের বাংলাদেশি কিছু ভাই ব্রাদাররাও রয়েছে। বেশি সময় নেই, মনে রাখবেন, ভোট গ্রহন চলবে ৩১ মার্চ পর্যন্ত। নিচের লিংক এ গিয়ে ভোট দিয়ে আসুন। 
Welcome to the second edition of the Bitcointalk Pie Baking Contest!
ধন্যবাদ লিংকটি প্রোভাইড করার জন্য কেননা আমাদের বাংলাদেশী কয়েকজন ভাইয়ের মধ্যে এখানে একজন অ্যাক্টিভ ইউজায় BD officer ভাইটি অনেক এগিয়ে আছে। আমাদের এই বাংলাদেশী ভাইটিকে এগিয়ে রাখার জন্য অবশ্যই ভোটের দরকার। আজকে যেহেতু ২৯ তারিখ তাই আর মাত্র দুদিন সময় আছে এই দুদিন সময়ের মধ্যে অবশ্যই ভোট দিয়ে জয়যুক্ত করুন।
সিনিয়রদের কাছে জানতে চাই গেম বিলিং সাইটে পোস্ট করে মেরিট আর্ন করা সম্ভব...?
ভাই,
গেম বিলিং আবার কি? Gambling বা গ্যাম্বলিং অথবা নিদেনপক্ষে জুয়া বলেন...
ঘ্যাম্পলিংয়ের পরিধি অনেক বড় এবং দু চার কথা এই পরিধি বোঝানো সম্ভব না। সাধারণত ক্যাসিনো বা জুয়ার সকল অ্যানাউন্সমেন্ট ও বিভিন্ন খেলাধুলা নিয়ে এই গেমবিলিং সেকশনের আলোচনার বিষয়। এখানে খুব একটা বেশি মেরিট অর্জন করা সম্ভব হয় না কিন্তু যদি আপনার পোস্ট ইনফরমেটিভ বা কনস্ট্রাক্টিভ হয় তাহলে মেরিট অর্জন করা সম্ভব। সে ক্ষেত্রে অবশ্যই আপনাকে মূল্যবান ইনফরমেশন শেয়ার করতে হবে। তাছাড়া খেলাধুলার বিষয়ে রিসেন্ট আপডেট সব সময় দেওয়া হয়ে থাকে যার কারণে ওই সমস্ত বিষয়ে কোনো ইনফরমেশন যোগ করা সম্ভব হয় না। যেমন একটি ক্রিকেট খেলায় মূলত রান ,ওভার, ও উইকেটের বাইরে কোন আলোচনার বিষয় থাকে না এবং এখানেও অতিরিক্ত কোন ইনফরমেশন যোগ করার কোন সুযোগ থাকে না তাই এই সেকশনে খুব একটা বেশি মেরিট উপার্জন বা অর্জন করা সম্ভব হয় না।
আপনি আরো বিস্তারিত জানতে বেশ কয়েকদিন জুয়া ও ক্যাসিনো সেকশনগুলোতে একটি থাকতে পারেন। আপনাকে সমস্ত বিষয়ে জ্ঞান দেওয়ার চেয়ে আপনি যদি প্র্যাকটিক্যালি একটিভ থাকেন তাহলে বিষয়টি আরো ভালোভাবে বুঝতে পারবেন।