Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
2Pizza410000BTC
on 30/03/2024, 15:50:49 UTC
বিটকয়েনটক পাই বেকিং কনটেস্ট ২য় সংস্করণের ভোট গ্রহন চলতেছে। এখনো যারা ভোট দেন নি, তাড়াতাড়ি তাদের মূল্যবান ভোট দিয়ে আসুন। এই কনটেস্টে আমাদের বাংলাদেশি কিছু ভাই ব্রাদাররাও রয়েছে। বেশি সময় নেই, মনে রাখবেন, ভোট গ্রহন চলবে ৩১ মার্চ পর্যন্ত। নিচের লিংক এ গিয়ে ভোট দিয়ে আসুন। Wink




Welcome to the second edition of the Bitcointalk Pie Baking Contest!

আপনাকে ধন্যবাদ ভাই এখানে ইনফরমেশন দেওয়ার জন্য আমি লক্ষ্য করিনি ভোটিং কনটেস্ট চলছে। আসলে এই সপ্তাহের বেশিরভাগ সময় ইনঅ্যাক্টিভ ছিলাম ঠিকমতো একটিভ ছিলাম না। রোজার রাখার ফলে ঠিকমতো কাজ করতে মন চায় না ইফতারের পরে তো মোবাইল হাতে নিয়ে টিপতেই মন চায় না। যাইহোক আমি ভোট দিয়ে আমাদের বাংলাদেশী ভাইদের এগিয়ে রাখতে চাই তবে শুধু আমার ভোট হলেই চলবে না এখানে প্রত্যেক ইউজারদের ভোট দিয়ে আমাদের বাংলাদেশী যে সমস্ত ভাইয়েরা ভোটিং কনটেস্ট অংশগ্রহণ করছে তাদের জয়যুক্ত করতে হবে।