Adjustments to Merit calculationপ্রথমে ভেবেছিলাম যারা এক লাইনের কম অর্থাৎ শুধুমাত্র রিজার্ভ বা আরইএস প্রুফ অফ অথেন্টিকেশন পোস্ট লিখে রাখে তাদের দিন হয়তো শেষ হয়ে আসছে কিন্তু বিষয়টা পরে খেয়াল করলাম আমি আজকে এপ্রিলের এক তারিখে রয়েছি। হয়তো ফোরামের এডমিনের এটি একটি নতুন কৌশল এবং আমাদের বোকা বানানোর একটি কৌশল মাত্র। আজকে এপ্রিলের শুরু হওয়া প্রথম দিন তাই আজকে এপ্রিল ফুলের অভাব হবে না। সবাই এপ্রিল ফুলের জন্য অপেক্ষা করুন।
প্রোফাইল দেখে আরো এপ্রিলফুল হয়ে গেলাম, ছিলাম ফুল মেম্বার ১১৮ মেরিট কিন্তু বানিয়ে দিয়েছে মেম্বার 87 মেরিট। সত্যিই থেমাস মা দেখিয়ে দিল। I am April fooled.
আপনার তো মেরিট কমিয়ে দিয়েছে, আমার ক্ষেত্রে ব্যতিক্রম ঘটনা ঘটেছে আমার টেলিগ্রাম বট নটিফায়ারে নোটিফিকেশন আসছে আপনার একাউন্ট পার্মানেন্টলি ব্যান করা হয়েছে এখানে চেক করুন। তখন তো আমি ভয় পেয়ে গেলাম, আমার একাউন্ট কেমনে ব্যান হইলো। আমার ক্ষেতে আবার অন্য ঘটনা ঘটছে মেরিট দেখি আস্তে আস্তে বাড়তে চলেছে, তখন ভাবলাম কেউ মেরিট দিলো না কেমনে মেরিট বাড়লো। প্রথমে অনেক ভয় পেয়েছিপাম এখন খুবই মজা পাচ্ছি

